কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র সজীব হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, শনিবার বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। সজীব উপজেলার ফিলিপনগর ইউনিয়নের রাখি হোসেনের ছেলে ও ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকালই ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে অভিযান চালাই, তবে তার খোঁজ মেলেনি। রোববার সকালে খুলনা থেকে ডুবুরি দল এসে নদী থেকে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করে।
Views: 8
Leave a Reply