দর্শকপ্রিয় ভারতীয় বাংলা সিনেমা ‘ছোট বউ’। অঞ্জন চৌধুরী পরিচালিত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন দেবিকা মুখার্জি। অর্থাৎ সিনেমাটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও দেবিকা। ১৯৮৮ সালে মুক্তি পায় এটি। মুক্তির পর এ জুটি দর্শকদের হৃদয়ে শক্ত জায়গা করে নেন। পাশাপাশি বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল।
প্রসেনজিৎ-দেবিকার রসায়ন পর্দায় জমে উঠার পর বাস্তব জীবনেও তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। এ নিয়ে চর্চা কম হয়নি। ২০২১ সালের ডিসেম্বরে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন দেবিকা। এ আলাপচারিতায় প্রসেনজিতের সঙ্গে তার প্রেমের বিষয়টি নিয়েও কথা বলেন। পুরোনো সেই ভিডিও সাক্ষাৎকার নতুন করে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
এ সাক্ষাৎকারে দেবিকার কাছে জানতে চাওয়া হয়, কখনো কোনো নায়কের প্রেমে পড়েছেন? প্রসেনজিতের সঙ্গে কি আপনার প্রেম ছিল? মুচকি হেসে দেবিকা মুখার্জি বলেন— ‘প্রেম হলেও বলব না। তবে হ্যাঁ, প্রেম তো করেইছি। আমার জীবনে প্রথম পুরুষ তো আমার স্বামী নন। প্রেম না করে কেউ শিল্পী হতে পারেন না।’
কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন? এ প্রশ্নের জবাবে কিছুটা ব্যাখ্যা করে দেবিকা মুখার্জি বলেন, ‘বলব না কার সঙ্গে প্রেম হয়েছিল। সে এখন পরিবার নিয়ে আছে। এখন বললে অযথা আমার জন্য ঝগড়া হতে পারে। অকারণে কেস খেয়ে যাব। কিন্তু ভালো তো বেসেছি।’
প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের বিষয়ে দেবিকা বলেন, ‘এটা নিয়ে আগেও অনেকে প্রশ্ন করেছেন। আমি যদি এটা বলি তাহলে নিজেকে খুব রোমান্টিক লাগবে। আমি হয়তো এইভাবে নিজের ইমেজটা আবার তুলে ধরব। কিন্তু এটা সত্যি নয়। বুম্বা খুব ভালো ছেলে, তা যদি না হতো তাহলে ও এতদূর উঠে আসতে পারত না।’
Views: 14
Leave a Reply