প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নামছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
আজ মঙ্গলবার (২১ মে, ২০২৪) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৯টায় খেলাটি শুরু হবে। একই মাঠে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মে।
সরাসরি এই সিরিজটি দেখা যাবে নাগরিক টিভিতে। টিভি ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম টফিতেও দেখা যাবে সবগুলো খেলা।
ক্রিকেটের কোনো সংস্করণে এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কখনো খেলেনি বাংলাদেশ। এবারই প্রথম দুই দল মাঠে নামছে, টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে।
Views: 11
Leave a Reply