1. nasiralam4998@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

মহেশপুরে ট্রাক ও সিএনজি সংঘর্ষে দুই যাত্রী নিহত, আহত ৪

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭২ বার

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম ও আলমগীর হোসেন নামে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার সকালে মহেশপুর খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল কাশেম একই উপজেলার পান্তাপাড়া গ্রামের গণি হাজির ছেলে ও আলমগীর হোসেন ঘুগড়ী গ্রামের রিয়াজ মালিথার ছেলে।
মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান ও এলাকাবাসী জানায়, সিএনজি যোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলো। পথে ভালাইপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যায়। আহত হয় আরও ৪জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে একজনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Views: 55

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..