1. nasiralam4998@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় সৈয়দপুরে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে গেছে দুটি ফ্লাইট

  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ বার

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বেসরকারি বিমান সংস্থার দুটি ফ্লাইট। ফলে ১৪০ যাত্রী নিয়ে পুনরায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইট দুটি।

অপরদিকে, ঢাকাগামী শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন। সংশ্লিষ্ট ফ্লাইট কর্তৃপক্ষ তাদের সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপনের ব্যবস্থা করে।

বিমানবন্দর সূত্রমতে, মঙ্গলবার (২ জানুয়ারি) রাত পৌনে ৯টায় ইউএস-বাংলা ও রাত ৯টায় নভোএয়ার কোম্পানির দুটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা থেকে উড্ডয়ন করে। কিন্তু সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০ মিটারের কম থাকায় ফ্লাইট দুটি অবতরণ না করে ঢাকায় ফিরে যায়।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা দেখা দেয় রানওয়েতে। রাত ৮টার পরে রানওয়েতে দৃষ্টিসীমা ৫০ মিটারের কম থাকায় ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ইউএস-বাংলা ও নভোএয়ারের দুটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়।

Views: 0

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..