1. nasiralam4998@gmail.com : admi2017 :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ বার
স্কুলছাত্র নিহত
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মিরাজুল ইসলাম রাতুল (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার রাত ১১টার মেরাদিয়া বাজার সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে  চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. সিফাত জানান, রাতে ওই যুবক মোটরসাইকেল নিয়ে মেরাদিয়া বাজারে অপেক্ষা করছিলেন। এসময় পিছন দিক থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ছিটকে পরে গুরুতর আহত হয় তিনি। উদ্ধার করে হাসপাতালের নিয়ে আসা হয়।

হাসপাতালে মৃত রাতুলের মামা শিপন মিয়া জানান, তাদের বাড়ি ঢাকার দোহার জয়পাড়া গ্রামে। বর্তমানে খিলগাঁও উত্তর গোড়ান পরিবারের সাথে থাকতেন। মালয়েশিয়া প্রবাসী ছিলেন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Views: 4

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..