1. nasiralam4998@gmail.com : admi2017 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

ঢাকা-৪ আসন থেকে দাখিলকৃত ১৪টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৪ জন

  • আপডেট টাইম : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া। এরই মধ্যে ঘোষণা হয়েছে ঢাকা-৪ আসনের বৈধ ও অবৈধ মনোনয়ন প্রার্থীদের তালিকা। ঢাকা-৪ আসন থেকে দাখিলকৃত ১৪টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৪ জন।

সোমবার সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

এদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠান ঋণখেলাপির দায়ে বাতিল মোশাররফ হোসেন, ঋণখেলাপির দায়ে বাতিল মো. আলম ও কবির হোসেন, সমর্থন সূচকের জন্য বাতিল আওলাদ হোসেন।

৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। আর মনোনয়নপত্র বাছাইয়ের সময়কাল ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Views: 9

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..