অস্বাস্থ্যকর পরিবেশে তেল ও মুড়ি তৈরি, মুড়ির প্যাকেটে অসত্য বিজ্ঞাপন দেয়া ইত্যাদি অপরাধে মেসার্স ইনসাফ অয়েল এন্ড মুড়ি ফ্যাক্টরি এবং মেসার্স আনারস মুড়ি ফ্যাক্টরিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৪ এপ্রিল) বেলা ১২টায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি বলেন, জেলার শহরতলী হাতিকাটার মেসার্স ইনসাফ অয়েল এন্ড মুড়ি ফ্যাক্টরিকে পূর্বে সতর্ক করা স্বত্তেও অস্বাস্থ্যকর পরিবেশে তেল ও মুড়ি তৈরি, মুড়ির প্যাকেটে অসত্য বিজ্ঞাপন দেয়া ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ৪০ হাজার জরিমানা করা হয়। অপরদিকে আলুকদিয়ার মেসার্স আনারস মুড়ি ফ্যাক্টরিতে তদারকি করা হয়। একই অপরাধ ও ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Views: 4
Leave a Reply