চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৮১৭ গ্রাম ওজনের সোনার তিনটি বার জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার ছয়ঘরিয়া গ্রাম থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।
৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, টহলদল দেওয়ার সময় ওই এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। টহলদল তাকে থামতে বললে তিনি মোটরসাইকেলটি ফেলে দৌঁড়ে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দকরে তল্লাশি চালিয়ে ৮১৭ গ্রাম ওজনের তিনটি সোনার বার জব্দ করা হয়। এ ব্যাপারে নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন।
Views: 3
Leave a Reply