অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয়জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন: জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, ইয়াসিন আরাফাত, আব্দুর রব, মোবারক হোসেন ও ইজ্জত উল্লাহ। এছাড়া বাকি পরিচয় জানা যায়নি।
তিনি জানান, সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠকে তারা মিলিত হয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 4
Leave a Reply