স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় স্বামীর নির্যাতনে স্ত্রী নাজমা খাতুনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) মধ্যরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার (৪ আগস্ট) দুপুরে পুলিশের জেরায় বিষয়টি স্বীকার করে পরিবারের সদস্যরা। পরে পুলিশ ঘাতক স্বামীকে আটক করে।
নিহত নাজমা খাতুন (৩২) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের হাজি পাড়ার শিপন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয়ে গত কয়েকদিন আগে শিপন আলী তার স্ত্রী নাজমা খাতুনকে বেধড়ক মারপিট করলে সে গুরুতর আহত হয়। পরে বাড়িতেই তার চিকিৎসা দেয়া হচ্ছিল। তবে অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে নাজমা খাতুনের স্বামীর বাড়ির লোকজন বিষয়টি গোপন রেখে লাশ বাড়িতে নেয়ার চেষ্টা করে। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত নাজমা খাতুনের শরীরে মারধরের আলামত দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশি জেরায় মারধরের কথা স্বীকার করে তারা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে উঠান থেকে পড়ে গেছে বলে নাজমা খাতুনকে হাসপাতালে ভর্তি করে স্বামী শিপন আলী। তবে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখে সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। মঙ্গলবার রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 2
Leave a Reply