অনলাইন ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধ পথে আসা ২৭টি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর এলাকার জামির নামে এক চোরাকারবারির বাড়ি থেকে গরুগুলো আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এসআই ইয়াকুবের নেতৃত্বে একটি টহল দল উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর এলাকায় তছলিম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ভারতীয় ২৭টি অবৈধ গরু উদ্ধার করে পুলিশ। তছলিম নামে ওই চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া ২৭টি গরুর বিক্রয়মূল্য প্রায় ৬ লক্ষ ৭০ হাজার টাকা। বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছে৷
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ভারতীয় গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তছলিম নামে এক চোরাকারবারির বাড়ি থেকে ২৭টি অবৈধ ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 43
Leave a Reply