অনলাইন ডেস্ক : পঞ্চগড়ে ট্রাক চাপায় নুর নেহার (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জগদল-ভজনপুর সড়কের কাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর নেহারের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের ইউনুস আলীর স্ত্রী।
সাতমেড়া ইউনিয়ন পরিষদের ইউডি সদস্য আব্দুল্লাহ বলেন, নুর নেহার তার দুই ছেলেসহ মোটরসাইকেলে ভজনপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে দাওয়াত খেয়ে বাসায় ফিরছিলেন। একসময় সাতমেড়া ইউনিয়নের জগদল-ভজনপুর সড়কের কাকপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সড়কে দুই ছেলেসহ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান ওই নারী। এসময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই নারী।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম বলেন, ট্রাকটি স্থানীয়দের সহায়তায় জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও তার সহকারীরা পালিয়ে গেছে। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 3
Leave a Reply