কুষ্টিয়া প্রতিনিধি : আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ নদী পরিব্রাজক দল , কুষ্টিয়া জেলা শাখা ও গঙ্গা বেসিন বেইজড পিপলস নেটওয়ার্ক এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মে) বিকাল ৫টায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়স্থ রোটারি স্পেশালাইজ ফিজিওথেরাপি হাসপাতালে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নদী পরিব্রাজক দল , কুষ্টিয়া জেলা শাখা ও গঙ্গা বেসিন বেইজড পিপলস নেটওয়ার্ক এর সভাপতি খলিলুর রহমান মজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম ,সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য কারসেদ আলম, জ্যোতি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সৈয়দা হাবিবা।
এসময় আরও উপস্থিত ছিলেন নদী পরিব্রাজক দলের আলাউদ্দিন আহমেদ, এনায়েত কবীর, মৌশি মনমিলা রোজ, বিপুল বিশ্বাস, হাসান টুটুল, আবুল কালাম আজাদ , মোহাব্বত হোসেন, আশরাফুজ্জামান, জাহিদ হোসেন ফয়সাল, মোসাম্মৎ তারিন সুলতানা, সানজিদা আক্তার তন্নি, লামিয়া আক্তার লিজা, রনি আহমদ , ফিরোজ ,আসলাম ,মারিজ মোস্তাক ইমন প্রমূখ।
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস এর থিম নিয়ে আলোচনা করেন আলাউদ্দিন আহমেদ ,বিপুল বিশ্বাস ,হাসান টুটুল, সৈয়দা হাবিবা ,কারসেদ আলম , ও নজরুল ইসলাম ।
বক্তারা বলেন, এই জনপদ আমাদের দেশ তথা সমগ্র পৃথিবী, জীববৈচিত্র্য বান্ধব যাতে রাখতে পারি সেজন্য আমাদেরকে এর গুরুত্ব অনুধাবন করে কাজ করতে হবে।
পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করেন।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 1
Leave a Reply