অনলাইন ডেস্ক : ঢাকার নবাবগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অবনী কান্ত রায় (৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (২২ মে) দুপুরে উপজেলা গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
অবনী কান্ত রায় একই উপজেলার বালুখণ্ড এলাকার মনমোহন রায়ের ছেলে। তিনি স্থানীয় মেলেং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।
নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মো. শাহ আলম ওই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিক্ষক সমিতির সভা শেষে বাড়ি ফেরার উদ্দেশে হেঁটে কায়কোবাদ চত্বরে দিকে আসছিলেন শিক্ষক অবনী কান্ত রায়। পথে উপজেলা গেটের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আসিফ জানান, সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহতের খবর থানায় কেউ জানায়নি।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 3
Leave a Reply