অনলাইন ডেস্ক : রাজধানীর লালবাগে মাসহ পরিবারের পাঁচ সদস্যকে এসিডে ঝলসে দিয়েছেন আলী হোসেন নামের এক যুবক।
মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে লালবাগের কাশ্মিরীটোলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আলী হোসেনের মা মোমেনা বেগম, বোন জামিলা আক্তার, দুই ভাই আনোয়ার হোসেন, ইকবাল হোসেন ও ভাগিনা সালেহীন (২০)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লালবাগ এলাকায় এমন একটা ঘটনা ঘটেছে। মাদকাসক্ত আলী হোসেনের মানসিক সমস্যা রয়েছে। তিনি একটি ব্যাটারি কারখানায় কাজ করেন।
তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে পরিবারের সঙ্গে ঝগড়া লাগে আলী হোসেনের। এক পর্যায়ে তিনি ব্যাটারিতে ব্যবহৃত এসিডের পানি তার মাসহ পরিবারের পাঁচজনের শরীরে ছুঁড়ে মারেন। এতে তারা দগ্ধ হন। এরপর আলী হোসেন তার নিজের শরীরেও এসিড ঢেলে দেন।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 6
Leave a Reply