আন্তর্জাতিক ডেস্ক : ভৌগলিক অবস্তানের কারণে রোযা রাখার সময়ের তারতম্য হয়ে থাকে তাই বিভিন্ন দেশে রোযা রাখার সময়েরও পরিবর্তন ঘটে। উত্তর মেরুর কাছাকাছি দেশগুলোতে সাধারণত রোজার সময় দীর্ঘ হয়। আবার দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময় অপেক্ষা কম দীর্ঘ হয়। এদিকে অঞ্চল ভিত্তিক সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর ভিত্তি করে বিশ্বে ধর্মপ্রাণ মুসলিমরা রোযা রাখেন। ভোররাতে সেহরি খেয়ে রোযার শুরু আর সন্ধ্যায় ইফতার করে রোযা ভঙ্গ করতে হয় সময় অনুযায়ী। চলতি বছর সবচেয়ে দীর্ঘ সময় রোযা রাখতে হবে ফিনল্যান্ডের মুসলিমদের। সেখানে এ বছর রোযার সময় ২৩ ঘণ্টা ৫ মিনিট। গ্রিনল্যান্ডের মুসলিমদের ১৯ ঘণ্টা ৫৭ মিনিট রোজা রাখতে হবে। নরওয়ে ও সুইডেনের মতো অন্য স্ক্যাডানেভিয়ান দেশেও এই দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হবে।
অন্যদিকে, সবচেয়ে কম সময় রোজা রাখবেন নিউজিল্যান্ড (১১ ঘণ্টা ২০ মিনিট), চিলি, অস্ট্রেলিয়া, উরুগুয়ে ও দক্ষিণ আফ্রিকার (১১ ঘণ্টা ৫২ মিনিট) মুসলিমরা। অস্ট্রেলিয়ার মুসলিমদের এ বছর ১১ ঘণ্টা ৫৯ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে। আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো আরব দেশগুলোতে রোজার প্রথম দিন হবে ১৪ ঘণ্টা ৩৯ মিনিটের। আর শেষ রোজার সময় হবে ১৫ ঘণ্টা ৫০ মিনিট।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 4
Leave a Reply