অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সরকারের রেখে যাওয়া বিশাল অঙ্কের ঋণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সহযোগী দেশগুলো অর্থ অপচয় রোধ ও অপ্রয়োজনীয় প্রকল্প না নেওয়ার পরামর্শ দিয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক সভাশেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক চলমান থাকবে। তবে তাদের ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে।
সকারের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আগে অনেক প্রকল্প অযাচিতভাবে নেওয়া হয়েছে। এতে করে সরকারের দায় বাড়ে, এ ঋণের চাপ সাধারণ মানুষের উপরেও পড়ে। ১৮ লাখ কোটি টাকার ঋণের চাপ নিয়েই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তবে আগামীতে অপচয় হয় এমন প্রকল্প না নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশকে ৭ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে চীন সরকার। ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের অনুকূলে চার বিলিয়ন ডলার ছাড় করেছে দেশটি।
এক হাজার টাকার নোট বাতিল সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এক হাজার টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা বাতিল করার বিষয়টি সহজ নয়। সবগুলো বিষয় চিন্তা করতে হবে।
Views: 16
Leave a Reply