ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ আনোয়ারুল আজিম আনারের ফোন নম্বরটি কখনও খোলা, কখনও বন্ধ পাওয়া যাচ্ছে। সবশেষ তার অবস্থান ভারতের মোজাফফরাবাদে ছিল বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) হারুন অর রশিদ জানান।
রোববার (১৯ মে) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডিবিপ্রধান বলেন, ১৬ তারিখ ভোরে আনারের নম্বর থেকে এপিএস ও জেলা আওয়ামী লীগের একজনকে ফোন দেওয়া হয়। তবে কেউ ফোন ধরতে পারেননি। তখন তার অবস্থান ছিল ভারতের মোজাফফরাবাদে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ভারতের পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারাও আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। আশা করছি শিগগিরই তার ব্যাপারে একটি নিশ্চিত ধারণা পাওয়া যাবে।
এর আগে, গোয়েন্দা পুলিশ কার্যালয় আসেন নিখোঁজ সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
তিনি এ সময় গণমাধ্যমকে বলেন, দুদিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই। আমরা দুশ্চিন্তায় আছি। সব উপায়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। প্রয়োজন হলে আমার পরিবারের সদস্যরা কলকাতায় যাবে। তার নিখোঁজে আমাদের পুরো পরিবার উদ্বিগ্ন।
উল্লেখ্য, ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারত যান। কিন্তু এরপর ৩ দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি।
Views: 9
Leave a Reply