চলতি বছরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি।
লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের মালিকানায় আছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার (১৭ মে) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এ ফ্র্যাঞ্চাইজি।
বিবৃতিতে কলকাতা নাইট রাইডার্স বলেছে, ‘সাকিবের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে দৃঢ় সম্পর্ক রয়েছে। ২০১২ ও ২০১৪ চ্যাম্পিয়নশিপসহ সে আমাদের বিভিন্ন আসরে প্রতিনিধিত্ব করেছে।’
৪ জুলাই শুরু হবে মেজর লিগ ক্রিকেট। সাকিব ছাড়াও লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, জেসন রয় প্রমুখ।
Views: 5
Leave a Reply