1. nasiralam4998@gmail.com : admi2017 :
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ০১:০১ অপরাহ্ন

মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২

  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৭ বার

মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এদের একজনের নাম হাসান আলী (১৯), অন্যজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সোমবার (১ এপ্রিল) সকাল ৮ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদবিল ইমপেক্ট হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে।

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন জানান, হাসান আলীসহ দুজন বাইসাইকেল যোগে চাঁদবিল এলাকা থেকে প্রধান সড়ক হয়ে মাঠে ঘাস কাটার জন্য যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ ট্রাকচালক বাবুল হোসেনকে আটক ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুর করিম জানিয়েছেন, দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। এছাড়া ট্রাকচালককে আটক ও আলামত হিসেবে বাইসাইকেল ও ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..