চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ ভারতীয় ৭ কেজি রূপার গহনা উদ্ধার করেছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধ পথে একটি চোরাচালান আসবে এমন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অবস্থান নেয় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় দর্শনা হতে চুয়াডাঙ্গাগামী এক মোটরসাইকেল চালক ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
ডিবি পুলিশ চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো সাইড কভার ও সিটের নীচ থেকে কসটেপ দিয়ে মোড়ানো ৮টি ব্যান্ডেল থেকে প্রায় ৭ কেজি তৈরীকৃত রূপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুুতি নিচ্ছে। তবে গহনা ফেলে পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত করে তাকে আইনের আওতায় নেওয়া হবে।
Views: 13
Leave a Reply