1. nasiralam4998@gmail.com : admi2017 :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

ভিন্ন সময়ে বিপিএল আয়োজনে মেহেদি হাসান মিরাজ প্রস্তাব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৭ বার

ক্রিকেট বোর্ড থেকে বেরিয়ে গাড়িতে ঢুকে যাচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ। খুব তাড়াহুড়োর মধ্যে থাকা মিরাজ শেষ পর্যন্ত গাড়িতে উঠতে পারলেন না গণমাধ্যমকর্মীদের অনুরোধ রাখতে গিয়ে। তিন মিনিটে শেষ করার অনুরোধ জানিয়ে মিরাজ শুরু করলেও কথা বলেছেন তার দিগুণ সময়।

প্রসঙ্গ একটাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপএল)। মিরাজের কাছে প্রশ্ন ছিল, বিপিএলের মৌসুমে বিশ্বে বেশ কয়েকটি ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক লিগ চলছে, এই আয়োজন ভিন্ন সময়ে হলো ভালো হতো কী না। ঘুরিয়ে ফিরিয়ে ফরচুন বরিশালের এই অলরাউন্ডার যে উত্তর দিয়েছেন তা হচ্ছে, হ্যাঁ বোধক।

মিরাজ বলেন, ‘যারা বিপিএল করছে তারা যদি এসব বিষয় নিয়ে চিন্তা করে যে একটা টাইমে হয়তো ওয়ার্ল্ডে ছয়টা লিগ চলছে, যখন তিনটা লিগ থাকবে ওই সময়ে যদি আমাদের বিপিএল হয় তখন হয়তো আমাদের অনেক প্লেয়ার অ্যাভেইঅ্যাবল হবে।’

কর্তৃপক্ষের কাছে আলোচনার আহবান জানিয়ে মিরাজ আরও বলেন, ‘তারা (বিপিএল কর্তৃপক্ষ) যদি বসে আলোচনা করে, টুর্নামেন্ট কমিটি আছে তারা বসে আলোচনা করে তাহলে অবশ্যই ভালো হবে।’

বিপিএলের এই সময়ে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ আরব আমিরাতে ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক লিগ চলবে। এ কারণে বিদেশি ক্রিকেটারদের নিতে বেগ পেতে হচ্ছে বিপিএলের ফ্র‍্যাঞ্চাইজিগুলোকে। পাকিস্তান থেকে অধিকাংশ ক্রিকেটার আসলেও পিএসএল শুরু হলে তাদের পাওয়া যাবে না। এ ক্ষেত্রে নতুন করে ক্রিকেটার আনতে হবে ফ্র‍্যাঞ্চাইজিগুলোকে।

তবে মিরাজ মনে করেন আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে মূলত বিপিএল এই সময়ে আয়োজন করা হচ্ছে, ‘আপনি দেখেন বিশ্বে এখন এতো বেশি টুর্নামেন্ট হচ্ছে, এতো বেশি খেলা হচ্ছে আপনার হয়তো আন্তর্জাতিক খেলাটাও অনেক বেশি। আমাদের হয়তো আন্তর্জাতিক খেলার সঙ্গে সূচি মিলিয়ে এই বিপিএলটা সেট করা হয়। সে জন্য হয়তো এইভাবে চিন্তা ভাবনা করছে।’

বিপিএলের দশম আসরের পর্দা উঠবে আগামী ১৯ জানুয়ারি। সাত দল নিয়ে এবার অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দেশের একমাত্র টি-টোয়েন্টি প্রতিযোগিতার আসর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৪৩ দিনে মোট ৪৬ ম্যাচ হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..