নড়াইল-২আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘আমি আপনাদেরই সন্তান। বিগত দিনে যেমন আপনারা আমাকে ভালোবেসে নৌকায় ভোট দিয়েছেন। এবারও শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করবেন।’
মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, মনজুরুল করিম মুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সস্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, ও মো, ওবায়দুর রহমান বিপ্লবপ্র মুখ।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে মাশরাফি উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর, চরপরানপুর, চরসুচাইল, উত্তর পাংখারচর ও লোহাগড়া ইউনিয়নের ছাগলছিড়া, জয়পুর ইউনিয়নের আমডাঙ্গাসহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
Views: 7
Leave a Reply