চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা যুবদল সভাপতিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- ময়েন উদ্দিন ময়েন (৪৫) ও মো. আলী হোসেন (৬২)। ময়েন উদ্দিন উপজেলা যুবদল সভাপতি ও মো. আলী হোসেন উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে নাশকতা মামলার আসামি মো. ময়েন উদ্দিনকে গ্রেফতার করা হয়।
একইদিন রাতে উপজেলার পেয়ারাতলা এলাকা থেকে মো. আলী হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল, পাঁচটি বাঁশের লাঠি, দুটি লোহার রড়সহ একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবেদ হাসান বলেন, শনিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হবে।
Views: 5
Leave a Reply