1. nasiralam4998@gmail.com : admi2017 :
রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঈগল প্রতীকের প্রতিনিধিকে জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ বার

চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আইন অমান্য করে পাঁচটির বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপনের দায়ে এ জরিমানা করা হয়।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা আলোকদিয়া বঙ্গজপাড়া এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পের প্রতিনিধিকে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন জাগো নিউজকে জানান, চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে পাঁচটির বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। বেশি ক্যাম্প স্থাপন করায় আলোকদিয়া বঙ্গজপাড়া ক্যাম্পের প্রতিনিধিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাকে আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয়।

Views: 9

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..