দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত কয়টি আসন আর দিচ্ছে আওয়ামী লীগ, সে বিষয়টি জানার জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করতে বললেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (১৭ ডিসেম্বর) ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে আমাদের আলোচনা চলছে। এখন পর্যন্ত কোনো অশোভন পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে চূড়ান্ত বিষয় জানার জন্য বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রোববার বিকাল ৪টা পর্যন্ত। এই সময়ের পরে আর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই।
Views: 5
Leave a Reply