1. nasiralam4998@gmail.com : admi2017 :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো আদালতের কাঠগড়া

  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ বার

খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এতে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান (সোফা) পুড়ে গেছে।

খবর পেয়ে খুলনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার, এসিল্যান্ড, থানা অফিসার ইনচার্জ (ওসি) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মুসুল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেখতে পান। এ সময় তারা আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, নাশকতারা উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

Views: 5

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..