1. nasiralam4998@gmail.com : admi2017 :
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৮৩ বার

গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) ভোররাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ১৩২নং গিলাশ্বর মরহুম আঃ জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম বলেন, ছয় মাস আগে বিদ্যালয়ের মূল ভবনের পাশে সরকারি বরাদ্দে একটি টিনশেড কক্ষ নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। ভোররাতে কে বা কারা ওই টিনশেড ঘরের জানালা ভেঙে আগুন দেয়।

শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে টিনশেড শ্রেণিকক্ষের চার-পাঁচ জোড়া বেঞ্চ, টিনের বেড়া, বৈদ্যুতিক পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে শ্রেণিকক্ষ মেরামত করে পাঠদানের উপযোগী করা হবে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন বক্তব্য দিতে রাজি হননি।

Views: 3

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..