1. nasiralam4998@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

আ. লীগের প্রার্থী হতে চান চিত্রনায়িকা অপু বিশ্বাস?

  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৯৭ বার

চিত্রনায়িকা অপু বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। রাজনীতির মাঠেও সরব হয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতেও দেখা গেছে তাকে। গতবার সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান কি না এ নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা।

বিষয়টি নিয়ে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস বলেন, ‘আসছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন কিনছি না। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব অব্যাহত থাকুক, দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক সেই প্রত্যাশা করছি।’

তিনি আরো বলেন, ‘আমার কাছে মনে হয়, একজন নারীই পারে আরেকজন নারীকে সঠিকভাবে তুলে ধরতে। সমাজে নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন।আমাদের প্রধানমন্ত্রী সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

তফশীল ঘোষণার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতির মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে দলটি।

Views: 5

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..