যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে একটি মানসিক হাসপাতালে গুলি চালিয়েছেন বন্দুকধারী। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
হ্যাম্পশায়ার পুলিশ কর্নেল মার্ক হল বলেছেন, সন্দেহভাজন ওই বন্দুকধারী নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে গুলি চালিয়ে একজন নিরাপত্তারক্ষীকে হত্যা করেন। হাসপাতালে নিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য তাৎক্ষণিকভাবে ওই বন্দুকধারীকে গুলি করেন। এতে হামলাকারীও নিহত হন।
বন্দুকধারীর গুলিতে নিহত নিরাপত্তারক্ষীর পরিচয় জানা গেছে। ভিকটিম ব্র্যাডলি হাস (৬৩) হাসপাতালের একজন নিরাপত্তা কর্মকর্তা, তিনি হাসপাতালের সামনের প্রবেশদ্বারে দায়িত্বরত ছিলেন।
হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্যে এখনও জানতে পারেনি পুলিশ।
Views: 3
Leave a Reply