টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এর আগে, ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ও একটির আংশিক ক্ষতি হয়েছে।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, নাশকতার উদ্দেশ্যে কমিউটার ট্রেনে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাত ২টা ৫৩ মিনিটে পঞ্চগড়গামী একটি ট্রেন এ স্টেশনে আসে। ওই ট্রেনটি ৩টা ৫ মিনিটে চলে যাওয়ার পরেই দেখা যায় কমিউটার ট্রেনের বগির ভেতর থেকে আগুন বের হচ্ছে।
তিনি আরও বলেন, দ্রুত রেল পুলিশ, জেলা পুলিশ ও স্টেশনে থাকা আনসার সদস্যরা দৌড়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় রেলওয়ে পুলিশ মামলা করবে।
রেলওয়ে পাকশি বিভাগের মহাব্যবস্থাপক শাহ্ সুফি নুর মোহাম্মদ বলেন, ঘটনার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ধারণা করা হচ্ছে, পঞ্চগড়গামী ট্রেনের কেউ নাশকতার উদ্দেশ্য সরঞ্জাম আনতে পারে।
Views: 4
Leave a Reply