ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া। তিনি আইসিবির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. কিসমাতুল আহসানের স্থলাভিষিক্ত হবেন।
প্রজ্ঞাপন অনুসারে, ড. সুবর্ণ বড়ুয়াকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই মেয়াদ কার্যকর হবে।
শিক্ষাবিদ ও গবেষক সুবর্ণ বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর করেছেন। তিনি ২০২০ সালে অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটি থেকে পিএইডি সম্পন্ন করেন।
Views: 5
Leave a Reply