1. nasiralam4998@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ঘিওরে একটি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৬৬ বার

মানিকগঞ্জের ঘিওরে একটি বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোররাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৫নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান বলেন, ভোররাত সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী পাশের মসজিদে নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাঙ্কন ফেস্টুন পুড়ে গেছে এবং বিদ্যালয়ে কালো ধোয়ার আস্তরণ পড়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে ।

উপজেলা শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে অগ্নিসংযোগের খবর পেয়েছি। তবে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Views: 2

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..