ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন, রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে দলটির নেতাকর্মীরা আসা-যাওয়া করতে পারবেন। তবে, সেখানে কোনো নাশকতাকারী নজরে এলেই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
হারুন অর রশিদ বলেন, বিএনপি রাজনীতি করবে, সেখানে পুলিশের বাধা দেওয়ার কিছু নেই। কিন্তু, রাজনীতির নামে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে আসছে। এগুলোর সঙ্গে যারাই জড়িত থাকবে, আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। কেননা, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা দেখেছেন, অতীতে এই কার্যালয়কে কেন্দ্র করে নানা রাজনৈতিক কর্মসূচির নামে তারা কী করেছে? তাদের সমাবেশের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশকে জীবন দিতে হয়েছে। অনেকে আহত হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। এ ধরনের রাজনীতি যারাই করবে, তাদেরই পুলিশ আইনের আওতায় নিয়ে আসবে।
Views: 3
Leave a Reply