কিশোরগঞ্জে ঢিলেঢালাভাবে চলছে বিএনপির ডাকা আধা বেলা হরতাল। রোববার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে, শনিবার (৪ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলায় আধা বেলা হরতালের ডাক দেয় বিএনপি।
জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমকে সাজানো মামলায় শনিবার ভোরে তার নির্বাচনী এলাকা ভৈরবের কমলপুর থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর প্রতিবাদে জেলা বিএনপি রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কিশোরগঞ্জে আধা বেলা সর্বাত্মক হরতাল পালন করবে।
Views: 3
Leave a Reply