সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিমি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ২ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর মধুমতি মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, সকাল সেয়া ৬টার দিকে বাসে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি ঢাকা-থেকে গাইবান্ধা চলাচল করত। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
Views: 3
Leave a Reply