রাফিয়াথ রশীদ মিথিলার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। কাঁধে ব্যাগ। চোখে চশমা। মুখে হাসি। তার পাশে দাঁড়ানো কন্যা আয়রা ও অভিনেত্রী নাফিজা জাহান। আর তাদের কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে সেলফি তুলছেন কলকাতার পরিচালক ও মিথিলার বর সৃজিত মুখার্জি।
এ পোস্ট নজর এড়ায়নি মিথিলার। জবাবে মিথিলা বলেন, ‘বহুদিন পর তোমাকে দেখে খুব ভালো লাগলো। আশা করছি, নিউ ইয়র্কে আরো কিছু সময় কাটাতে পারব।’ সম্মতি জানিয়ে নাফিজা লিখেন, ‘ইনশাআল্লাহ, পরেরবার নিশ্চিত।’
নাফিজা জাহানের সঙ্গে কোথায় দেখা হয়েছিল মিথিলা-সৃজিতের? জানা যায়, যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে চাকরি করেন নাফিজা জাহান। দুর্গাপূজার আগে স্বামী-মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিথিলা। সেখানে কখনো সাগর জলে, কখনো সাগর পাড়ে দারুণ সময় কাটিয়েছেন তারা। আর ফেরার পথে বিমানবন্দরে নাফিজার সঙ্গে দেখা হয় সৃজিত-মিথিলার।
Views: 9
Leave a Reply