ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকনকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে তার স্ত্রী শিরিন সুলতানার বরাত দিয়ে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ গণমাধ্যমকে বলেন, খায়রুল কবিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পল্টন থানায় নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।
Views: 6
Leave a Reply