1. nasiralam4998@gmail.com : admi2017 :
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

এশিয়ান গেমস-২০২২’ স্বর্ণ পদক জয়ের সেঞ্চুরি করেছে স্বাগতিক চীন

  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ বার

‘এশিয়ান গেমস-২০২২’ এর পর্দা উঠেছে গেল শনিবার (২৩ সেপ্টেম্বর, ২০২৩)। এক সপ্তাহ বাদে আজ শনিবার অষ্টম দিনের খেলা চলছে। ইতোমধ্যে স্বর্ণ পদক জয়ের সেঞ্চুরি করেছে স্বাগতিক চীন। আর মোট পদক জয়ের দিক দিয়ে করেছে ডাবল সেঞ্চুরি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চীনের মোট স্বর্ণ পদকের সংখ্যা ১০৬টি। রৌপ্য পদক জিতেছে ৬৫টি। আর ব্রোঞ্জ পদক জিতেছে ৩৩টি। সব মিলিয়ে আয়োজক চীনের পদকের সংখ্যা ২০৪টি।

চীনের পরেই আছে জাপান। তারা মোট পদক জিতেছে ১০০টি। তার মধ্যে স্বর্ণ ২৮টি, রৌপ্য ৩৫টি আর ব্রোঞ্জ ৩৭টি।

তৃতীয় স্থানে থেকে দক্ষিণ কোরিয়ার মোট পদক সংখ্যাও এক’শ ছাড়িয়েছে। তারা মোট পদক জিতেছে ১০৬টি। তার মধ্যে স্বর্ণ ২৭টি, রৌপ্য ২৮টি ও ব্রোঞ্জ ৫১টি।

অবশ্য এই তিন দেশের ধারে-কাছেও নেই এশিয়ান গেমসে অংশ নেওয়া বাকি দেশগুলো।

চতুর্থ স্থানে থাকা ভারত মোট পদক জিতেছে ৩৪টি। তার মধ্যে স্বর্ণ ৮টি, রৌপ্য ১৩টি ও ব্রোঞ্জ ১৩টি। ৮টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ২০টি পদক নিয়ে থাইল্যান্ড আছে পঞ্চম স্থানে।

উজবেকিস্তান ৩২টি পদক নিয়ে ষষ্ঠ, চাইনিজ তাইপে ২৪টি পদক নিয়ে সপ্তম, হংকং চীন ৩৬টি পদক নিয়ে অষ্টম, ইরান ২৪টি পদক নিয়ে নবম ও উত্তর কোরিয়া ১৩টি পদক নিয়ে আছে দশম স্থানে।

বাংলাদেশ ১টি ব্রোঞ্জ পদক নিয়ে আছে পদক তালিকার ৩১তম স্থানে।

Views: 1

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..