ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইশাত আজহারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর বনশ্রীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু নিয়ন্ত্রণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে এক প্রচারাভিযানে গিয়ে এ দুঃখ প্রকাশ করেন তিনি।
আইডিয়ালের শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি থাকে। তোমরা মনে রাখবে, এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়। জমা পানিতে এডিসের লার্ভা জন্মায়। তাই তোমাদের অনেক সচেতন হতে হবে। ঘরবাড়ি, বারান্দা, ছাদ, বেজমেন্ট পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। তিন দিনের জমা পানি ফেলে দিতে হবে।
মেয়র বলেন, আমরা ডেঙ্গুর কারণে আইডিয়াল স্কুলের ছাত্র ইশাতের মতো আর কাউকে হারাতে চাই না। তোমাদের বাবা, মা, চাচা, চাচি, দাদা, দাদি, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের একটি মেসেজ জানাতে হবে, তা হলো-খেয়াল রাখতে হবে, কোথাও যেনো পানি না জমে থাকে। বাসায় অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। ঘরবাড়ি এবং আশেপাশের সব পরিষ্কার রাখতে হবে।
এ সময় ডিএনসিসি মেয়র ট্রাকে উঠে এডিস মশার উৎসস্থল হিসেবে গাড়ির পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড এগুলো দেখিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।
উপস্থিত শিক্ষকদের উদ্দেশে মেয়র বলেন, আপনারা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করে তুলবেন। প্রতিটি শ্রেণিকক্ষ, বারান্দা, ছাদ, মাঠসহ সব জায়গা নিয়মিত পরিষ্কার রাখবেন।
এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে মেয়র আতিক বলেন, শুধু সিটি করপোরেশন একা নয় বরং ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সচেতনতা প্রয়োজন। সিটি করপোরেশন নিয়মিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সবাই সচেতন না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রচারাভিযানে অন্যদের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Views: 4
Leave a Reply