তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে ‘তিস্তা বাঁচাও আন্দোলন’।
শনিবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিস্তা বাঁচাও আন্দোলনের আহবায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে তিস্তা নদীর ন্যায্য হিস্যা দাবিতে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাহার আলী, অধ্যাপক আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, শ্রমিক নেতা সবুজ রায়, মসিউর রহমান, নারী নেত্রী সানজিদা আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভারত আন্তর্জাতিক নদী আইন লংঘন করে একতরফাভাবে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানি প্রত্যাহার করছে। তিস্তার উজানে গজলডোবায় বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ার কারণে আমাদের উত্তরবঙ্গ মরুভূমির পথে। ভারতের পানি আগ্রাসনের কারণে আমাদের প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ বিপন্ন। প্রমত্তা তিস্তা ধু-ধু বালু চরে পরিণত হয়েছে। হাজার হাজার মৎস্যজীবী মাঝি বেকার হয়ে পথে বসেছে। তিস্তায় পানি না থাকায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। বর্তমানে আবার ভারত নতুন দুটি খাল খনন করে তিস্তার পানি প্রত্যাহারের পাঁয়তারা করছে।
তাই ভারত কর্তৃক নতুন খাল খনন করে তিস্তার পানি প্রত্যাহারের সর্বনাশা চক্রান্ত বন্ধ ও তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারীভাবছ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান।
Views: 3
Leave a Reply