সৌদি আরবের কাছে বিশ্বকাপ শুরু হার দিয়ে। খুঁজে পাওয়া যাচ্ছিল না আর্জেন্টিনাকে। বড় ধাক্কা লাগার পর শনিবার লুসাইল স্টেডিয়ামে ঘুরে দাঁড়ালো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকলো তারা। অধিনায়ক লিওনেল মেসি বললেন, অবশেষে বিশ্বকাপে আবির্ভাব ঘটেছে আর্জেন্টিনার।
মেক্সিকোর কাছে হারলেই কাতার থেকে আগেভাগে দেশে ফিরতে হতো মেসিদের। ‘সি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ে আর্জেন্টিনা এখন টেবিলের দুই নম্বরে। আগামী বুধবার পোল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ তাদের সামনে।
ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘আমরা জানতাম আজ আমাদের জিততে হবে, আমাদের জন্য আরেকটি বিশ্বকাপ শুরু হচ্ছে। আমাদের জানা ছিল কী করতে হবে। এখন আমরা আমাদের গার্ড নামিয়ে রাখতে পারি না, এখনও ম্যাচ বাকি আছে। জানতাম আমাদের ভক্তদের কাছ থেকে প্রতিক্রিয়া এরকম হবে।’
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্বীকার করলেন, মেসি ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন। তিনি বলেন, ‘সে ম্যাচকে সংজ্ঞায়িত করেছে কারণ সে জানে এটা কীভাবে করতে হয়। তার পেছনে একটি দল আছে যারা তাকে সমর্থন করে। ম্যাচ পাল্টে গেছে কারণ আমাদের সেরা খেলোয়াড়রা আছে এবং আমাদের লিও-ও আছে।
Views: 2
Leave a Reply