রাজধানীতে কারওয়ান বাজারে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ভজেন্দ্র চন্দ্র মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে বিনয় চন্দ্র মণ্ডল বলেন, বাবা রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান বাবা আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, আমরা কারওয়ান বাজার এলাকায় থাকি। আমাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায়। কারওয়ান বাজারে কাঠের ব্যবসা করতেন বাবা।
Views: 3
Leave a Reply