অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গায় পুলিশের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তির নাম ইকরাম হোসেন ওরফে সবুজ মিয়া (৪৫)। তিনি ফরিদপুর জেলার সালথা গ্রামের মৃত বাচ্চু সর্দারের ছেলে।
তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চাঁদাবাজি, চুরি ও প্রতারণার অভিযোগে একটি মামলা রয়েছে। সে ওই মামলার পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৪টি ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ইকরাম হোসেনকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, শুক্রবার দিনগত রাত ২টার দিকে ঢাকা থেকে রয়েল এক্সপ্রেসের একটি পরিবহনে চুয়াডাঙ্গায় আসেন ইকরাম হোসেন। বাসের ভাড়া দেওয়া নিয়ে চালক জালাল হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা করেন তিনি। এ সময় ইকরাম নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। তিনি কোনো ভাড়া দেবেন না বলে বাসচালককে সাফ জানিয়ে দেন।
পরে বাসটি শহরের একাডেমি মোড়ে পৌঁছালে সদর থানার টহলরত পুলিশকে বিষয়টি জানান বাসচালক জালাল। তার পরিচয় যাচাই-বাছাই করে ভুয়া বলে নিশ্চিত হয় পুলিশ। রাতেই তাকে গ্রেফতার করে নেওয়া হয় সদর থানায়। বিষয়টি জানানো হয় আশুলিয়া থানা পুলিশকে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 3
Leave a Reply