স্টাফ রিপোর্টার : সরকার ঘোষিত চৌদ্দ দিনের লকডাউন বাস্তবায়ন ও কার্যকর করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সবুজ কুমার ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিখ হোসেনের নেতৃত্বে ডিঙ্গেদহ বাজারসহ আশেপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে পাঁচ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দশটি মামলায় দশ জনকে সর্বমোট চৌদ্দশ টাকা এবং হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দুই জনকে ছয়শত টাকা জরিমানা করা হয় মোবাইল কোর্ট এর পক্ষ থেকে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 3
Leave a Reply