স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার জীবননগরে জমিতে আগাছা পরিষ্কারের সময় বজ্রপাতে আবু সুলতান (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।
গতকাল সোমবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সুলতান ওই গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের জানান, দুপুরে নিজের ধানের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন আবু সুলতান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। মাঠের অন্য কৃষকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে তিনি মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 2
Leave a Reply