অনলাইন ডেস্ক : যশোরে ট্রাকের-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ছয়জন।
রোববার (১৮ জুলাই) সকালে আরবপুর দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেজেরহুদা গ্রামের মোংলা মন্ডলের ছেলে আব্দুল আলিম (৩৫) এবং গোয়ালহুদা গ্রামের মোসলেম মোল্যার ছেলে জহুরুল ইসলাম (৫২)। আহতদের মধ্যে দুজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত ও আহতদের স্বজনরা জানান, গরু কেনার জন্য চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২ জন ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে চেপে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এরপর একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় দুজন নিহত এবং ছয়জন আহত হন।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শেখ মুজিবর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিই।’
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ বলেন, ‘দুর্ঘটনার শিকার দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। হাসপাতালে ভর্তি দুজনের অবস্থা আশঙ্কাজনক।’
যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুলতানা সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 1
Leave a Reply