1. nasiralam4998@gmail.com : admi2017 :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে লকডাউনের মধ্যে বাল্যবিয়ে করায় বরের অর্থদন্ড

  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৪৫ বার
বরের অর্থদন্ড
ফাইল ফটো

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে লকডাউনের আইন অমান্য করে বাল্য বিয়ের করার ঘটনায় বরকে ১০হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৪ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে বরকে অর্থদন্ড করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব।

দন্ডপ্রাপ্ত বরের নাম- দেলোয়ার হোসেন (২২)। সে জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- সরকার ঘোষিত কঠোর লকডাউনের আইন অমান্য করে জেলা ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের ১৭বছর বয়সী এক কিশোরীকে বাল্য বিয়ে দেওয়ার জন্য রবিবার বিকাল ৪টায় আয়োজন করা হয়। এখবর জানতে পেরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। সেই সাথে বর দেলোয়ার হোসেনকে ১০হাজার টাকা অর্থদন্ড করাসহ ১৮ বছরের কম কোন মেয়েকে বিয়ে করবে না মর্মে বর ও তার বাবার কাছ থেকে মুছলেখা নেওয়া হয়। এছাড়াও কিশোরী কনেকে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবেনা মর্মে অঙ্গীকার করানো হয় কনের চাচাকে। এঘটনাটি তাৎক্ষনিক ভাবে এলাকায় জানাজানি হওয়ার পর ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

এঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব সাংবাদিকদের বলেন- বাল্যবিয়ে রোধে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর। বরের কাছ থেকে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 6

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..