আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর গোমা শহরে আবারো আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছে, যদিও আগের তুলনায় এর তীব্রতা কম ছিল।
সরকার বলেছিল, “পূর্ব কঙ্গোর গোমা শহরের উত্তর দিকে অবস্থিত আগ্নেয়গিরি মাউন্ট নীরাগঙ্গো শনিবার আবার সক্রিয় হয়েছিল।”
কঙ্গোর যোগাযোগ ও গণমাধ্যম মন্ত্রণালয় একটি ট্যুইট বার্তায় জানিয়েছে, “নীরাগঙ্গো পর্বতের উত্তরাঞ্চলে একটি স্বল্প-তীব্র আগ্নেয়গিরির অগ্নুত্পাত হয়েছে। আগ্নেয়গিরি থেকে উদ্ভূত লাভাটি বিরুঙ্গা পার্কের অধীনে নির্জন অঞ্চলে প্রবাহিত হচ্ছে।”
কঙ্গোর উত্তর-পূর্ব প্রদেশ উত্তর কিভুর রাজধানী গোমার কাছে দুটি সক্রিয় আগ্নেয়গিরি নীরাগঙ্গো এবং নিয়ামুলগিরা রয়েছে।
এর আগে ২২ মে, নীরাগঙ্গো আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়েছিল, তখন ৩২ জনের মৃত্যু হয়েছিল। মাউন্ট নীরাগোঙ্গো আগ্নেয়গিরির অগ্নুত্পাতের পর লাভা এখানকার গ্রামগুলিতে প্রবাহিত হয়েছিল, যার কারণে এখানে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 2
Leave a Reply